সেবা সমূহ | সেবা সরবরাহ/সেবা প্রাপ্তির প্রক্রিয়া | সেবার মূল্য | সময়সীমা | দায়িত্ব প্রাপ্ত কর্মকর্তা/ কর্মচারী |
১.জন্ম সনদ |
নতুন নিয়মে জন্ম নিবন্ধন করার জন্য প্রয়োজনীয় কাগজপত্র ও নিয়মাবলী।জন্ম নিবন্ধন করতে এখন যা যা বাধ্যতা মূলক অব্যশই আপনাকে সব গুলো ডকুমেন্ট সাথে নিয়ে আসতে হবে । জন্ম নিবন্ধন আবেদন বিষয়ে প্রয়োজনীয় কাগজপত্র ও বিষয়াদির বিবরনঃ #বয়স ০ হতে ৪৫ দিন হলেঃ- ০১.শিশুর নাম বাংলা ও ইংরেজীতে । ০১.ইপিআই(টিকার)কার্ড বাধ্যতামূলক । বিঃ দ্রঃ-কোন প্রকাশ প্রত্যয়ন পত্রগ্রহন যোগ্য নহে । #বয়স ৫ বছরের অধিক হলেঃ- ০১.ইপিআই (টিকা কার্ড),শিক্ষাগত যোগ্যতার সনদপত্র(পিএসসি,জে এস সি,এস এস সি)শিক্ষা যোগ্যতার সনদপত্র অথবা জাতীয় পরিচয় কপি,যদি কোন প্রকার শিক্ষাগত যোগ্যতা না থাকে অথবা জাতীয় পরিচয় না থাকে সে ক্ষেত্রে রেডিলজিক্যাল টেষ্ট এর কপি । ০৩.যাহাদের জন্ম ০১/০১/২০০১ এর পূর্বে সেই ক্ষেত্রে জাতীয় পরিচয় পত্র বাধ্যতা মূলক। ০৪.যদি জন্ম ০১/০১/২০০১ এর পূর্বে এবং পিতা-মাতা মৃত্যু হলে মৃত্যু সনদপত্র বাধ্যতামূলক। ০৫.যাহাদের জন্ম ০১/০১/২০০১ এর পরে তাহাদের পিতা-মাতা মৃত্যু হলে প্রথমে অনলাইন জন্ম নিবন্ধন গ্রহন এরপর অনলাইন মৃত্যু নিবন্ধন সনদ গ্রহন উভয় সনদ আবেদনপত্রের সহিত দাখিল করতে হবে। ০৬.আবেদনকারী/অভিভাবকের মোবাইল নাম্বার। ০৭.ফরমের সাথে ১কপি পাসপোর্ট সাইজের ছবি। ০৮.আবেদনের সাথে সংযুক্ত সকল ডকুমেন্টপত্র । ০৯.পৌরকরের কাগজ। ১০.উপরোক্ত চাহিত ডকুমেন্ট ছাড়া আবেদন কোন প্রকার গ্রহনযোগ্য নয়। বিঃ দ্রঃ একমাত্র স্থায়ী ও জন্মস্থান অনুযায়ী জন্ম সনদের এর আবেদন করিতে পারিবে । |
০ থেকে ৪৫ দিনের শিশুর জন্ম সনদ বিনামূল্যে । | ৭ কর্মদিবস | স্যানিটারী ইন্সপেক্টর/স্বাস্থ্য সহকারী |
২. মৃত্যু সনদ | নির্ধারিত ফরমে সংশিৱষ্ট কাউন্সিলর কর্তৃক সুপারিশকৃত আবেদনপত্র জম দিতে হবে। মৃত্যুর প্রমান স্বরুপ যেকোন প্রকার কাগজপত্র (যদি কোন কাগজ না থাকে তাহলে মেডিক্যাল অফিসার কর্তৃক প্রত্যায়িত মৃত্যু সার্টিফিকেট জমা দিতে হবে।) | /- | ৭ কর্মদিবস | স্যানিটারী ইন্সপেক্টর/স্বাস্থ্য সহকারী |
৩. ইপিআই | এলাকার ভিত্তিক নির্ধারিত স্থানে সেবা প্রদান | বিনামূল্যে | প্রতিমাসের নির্ধারিত দিনে নির্ধারিত স্থানে | টিকাদান সুপারভাইজার/টিকাদান কর্মী |
৪. পশু জবাইয়ের স্থান পরিদর্শন ও মাংসের গুনগতমান নিশ্চিত করন | কসাইখানা পরিদর্শন ও জবাইকৃত পশুর মান নিশ্চিতকরন সিল প্রদান | পশু প্রতি /- হারে | প্রতি দিন | কসাইখানা পরিদর্শক |
৫. গন সচেতনতা বৃদ্ধিমূলক কর্মকান্ড | আলোচনা সভা ও র্যালীর মাধ্যমে | বিনামূল্যে | বিভিন্ন দিবসে | স্যানিটারী ইন্সপেক্টর/স্বাস্থ্য সহকারী |